অাকাশ জাতীয় ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় সবুজ মিয়া (১০) নামে এক নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ বুধবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সে নিখোঁজ হয়েছিল। নিহত সবুজ উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের সৌদী প্রবাসী তেরাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে বের হয়ে যায় সবুজ। এর পর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারে লোকজন অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ বুধবার সাড়ে ১১টার সময় বাড়ির পাশে পুকুরেই সবুজ মিয়ার লাশ ভেসে উঠে। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে।
দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এঘনার সত্যতা নিশ্চিত করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























