অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গাজা ভূখণ্ডে হামাসের ঘাঁটি লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে একটি রকেট হামলার কয়েক ঘন্টা পর মঙ্গলবার ভোরে ইসরাইল এ হামলা চালায়। খবর এএফপি’র।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী সংগঠন হামাসের একটি কম্পাউন্ড লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।’
ফিলিস্তিনের নিরাপত্তা সূত্রগুলো জানায়, গাজার মধ্যাঞ্চলে দেইর আল-বালাহ্ ও দক্ষিণাঞ্চলের খান ইউনুস এলাকায় হামলাগুলো চালানো হয়। এতে ক্ষতি হলেও প্রাণহানি ঘটেনি।
এর আগে সোমবার রাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানো হয়। এতেও ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























