অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
নাইজেরিয়ায় খ্রিস্টধর্মানুরাগীদের ওপর বন্দুকধারীদের অতির্কিত হামলার ঘটনায় প্রায় ১৪ জন নিহত এবং ১২ জন গুরুতর আহত হয়েছেন। খবর-দ্যা গার্ডিয়ান। সোমবার মধ্যরাতে চার্চে উপসনা শেষে বাড়ি ফেরার পথে খ্রিস্টধর্মানুরাগীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
নাইজেরিয়ার রিভার্স প্রদেশের পুলিশ গার্ডিয়ানের বরাত দিয়ে জানান, ‘রাত সাড়ে ১২টার দিকে চার্চ থেকে ফেরার পথে উপসনাকারীদের ওপর হামলা চালায় বন্ধুকধারীরা। এ সময় প্রায় ১৪ জন ঘটনাস্থলেই নিহত হয় এবং গুলিবিদ্ধ ১২ জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।’
রিভার্স প্রদেশ পুলিশের জনসংযোগ কর্মকর্তা ননাম্দী ওমনি হতাহতের সংখ্যা নিশ্চিত করে কিছুই বলেননি। তবে তিনি বলেন, ‘পুলিশ কমিশনার আহমেদ জাকি বন্দুকধারীদের গ্রেপ্তারের জন্য জন্য একটি ম্যানহান্ট প্রোগ্রাম চালু করেছে।’
আকাশ নিউজ ডেস্ক 



















