অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকেশ্বরী এলাকায় ইব্রাহীম টেক্সটাইল নামে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। সোমবার রাত ৯টার দিকে ইব্রাহীম টেক্সটাইল কারখানার ভেতরে এ আগুন লাগে।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ারম্যান মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের দুটি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ইপিজেডের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক রেজাউল জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে, ব্রয়লার বিস্ফোরণ থেকে এ আগুন লেগেছে।
আকাশ নিউজ ডেস্ক 

























