অাকাশ জাতীয় ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষপান করে আমির হোসেন নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। আমির হোসেন উপজেলার দাদপুর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
গ্রামবাসী জানায়, পারিবারিক কলহের জের ধরে আমির হোসেন রবিবার সকালে ঘাষমারা বিষপান করে মাঠে শুয়ে ছিল। খবর পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।
মৃতের ভাই বোরহান উদ্দিন জানান, তার ভাই দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিল। অনেক চিকিৎসা করা হলেও কোনো কাজ হয়নি। যন্ত্রণা সহ্য করতে না পেরে সে বিষপান করে।
আকাশ নিউজ ডেস্ক 





















