অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের মাধবপুরে বাসচাপায় আদম আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের হাইওয়ে ইন হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আদম আলী উপজেলার বানেশ্বর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
জানা গেছে, দুপুরে আদম আলী রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আদম আলী। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















