অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় পরকীয়ার জের ধরে প্রবাসীর স্ত্রী তানিয়া বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যা করেছেন কথিত প্রেমিক। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ইকবালকে (২৮) আটক করেছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রবিবার সকালে উপজেলার পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানিয়া বেগম উপজেলার পুরান বন্দর চৌধুরীপাড়া এলাকার সৌদি প্রবাসী নূর হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার কোটপাড়ায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে বন্দর থানার উপ-পরিদর্শক এসআই অজয় কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সৌদি প্রবাসী নূর হোসেনের সাথে ২০০৫ সালে তানিয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুটি কন্যা সন্তান রয়েছে। স্বামী নূর হোসেন সৌদিতে থাকার সুযোগে তিনি ইকবালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
পুলিশ জানায়, কোনো কারণে ইকবালের সঙ্গে তার দ্বন্দ্ব লাগে। এর সূত্র ধরেই শনিবার গভীর রাতে পরিকল্পিতভাবে তানিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















