অাকাশ জাতীয় ডেস্ক:
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ফেল করায় রাজশাহীর বাঘা উপজেলায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম ঝুমা খাতুন। সে উপজেলার পীরগাছা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।
শনিবার বিকালে নিজের শোয়ার ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ঝুমার চাচা নবাব আলী জানান, এবারের জেএসসি পরীক্ষায় ঝুমা নওটিকা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে। দুপুরে ফল প্রকাশের পর সে তার ফেল করার বিষয়টি জানতে পারে। এ নিয়ে বিকাল পর্যন্ত মন খারাপ করে বসেছিল। হঠাৎ সবার অগোচরে ঘরে দরজা বন্ধ করে আত্মহত্যা করে সে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হাসান বলেন, পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুমার লাশ দেখতে পান। পরে থানায় খবর দেয়া হলে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
আকাশ নিউজ ডেস্ক 





















