অাকাশ জাতীয় ডেস্ক:
সৌদি এয়ারলাইন্সের হজ ফ্লাইট এসভি-৮১১ ছেড়ে যাওয়ার সময় পেছনের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানা গেছে। এতে ফ্লাইট বিলম্বিত হলেও হজযাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১৬ জন হজযাত্রী নিয়ে উড্ডয়নের আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে হজযাত্রীরা নিরাপদে আছেন বলে এয়ারপোর্ট সূত্রে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উড়োজাহাজটি বেলা ১১টা ১৫মিনিটে রানওয়ের দিকে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ধোঁয়া দেখতে পান রিজেন্ট এয়ারওয়েজের এক কর্মী, তিনি কন্ট্রোল টাওয়ারে এ বিষয়টি জানান। আরো জানা গেছে, শিডিউল অনুযায়ী মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা ত্যাগ করার কথা থাকলেও আগুনের ঘটার কারণে ফ্লাইটটি ছেড়ে যায় বেলা ১টা ৪৫ মিনিটে।
গতকাল (সোমবার) সকালে ৪১৮ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করে বিমানবাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সরকারি ব্যবস্থাপনার এবার ৪১৮ জন হজযাত্রী নির্ধারিত সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বাধুনিক রাঙাপ্রভাত এয়ারক্রাফটে আসন গ্রহণ করেন। এবার সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কথা রয়েছে।