অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের নদী থেকে নূর উদ্দিন প্রকাশ ফুল মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের মা জলদস্যু প্রধান জুলুম বাদশাকে আসামি করে একটি মামলা করেছেন।
শুক্রবার সকালে মামলাটি করা হয়। নিহত নূর উদ্দিন চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামের নূর নবীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন গুচ্ছগ্রাম এলাকার নদী পাড়ে নুর উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, নুর উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, নিহত নূর উদ্দিন সিএনজি চালানোর পাশাপাশি জলদস্যু সর্দার জুলুম বাদশাসহ নদীতে অবস্থান করত এবং বিভিন্ন সময় ডাকাতির সাথেও সম্পৃক্ত ছিল।
আকাশ নিউজ ডেস্ক 






















