অাকাশ জাতীয় ডেস্ক:
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার (নৌকা)। তিনি ৫ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ ফল ঘোষণা করেন।
নির্বাচন কর্মকর্তা জানান, সারাদেশের ন্যায় আলফাডাঙ্গা পৌরসভা ও উপজেলার তিন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার। তিনি ৫ হাজার ৩৭৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মকিবুল হাসান পটু (জগ) পেয়েছেন দুই হাজার ৬১০ ভোট। বৃৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌরসভার ভোটগ্রহণ চলে।
আকাশ নিউজ ডেস্ক 



















