অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁওয়ে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইমান আলী উপজেলার নিগুয়ারী গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, ২০০১ সালে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ডাকাতিকালে হত্যার ঘটনা ঘটে। পরে ওই ঘটনায় ময়মনসিংহ জিআরপি থানায় ডাকাতি ও হত্যা মামলা হয়। ইমান আলী ওই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গত বুধবার গভীর রাতে পুলিশ ভালুকা উপজেলার সিডস্টোর এলাকায় ডাকাত ইমানকে গ্রেপ্তার করতে গেলে ঘরের টিনের চালা কেটে পালাতে গিয়ে আহত হন তিনি। পরে বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ জেল হাজতে পাঠানো হয়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেপ্তার ইমান আলী ২০০১ সালে ঢাকা-ময়মনসিংহ রেলপথে হত্যাসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
আকাশ নিউজ ডেস্ক 





















