ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

নরসিংদীতে রেকারের ধাক্কায় শিশুসহ নিহত ২, অবরোধ-ভাঙচুর

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে একটি লেগুনাকে রেকারের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্থানীয় থার্মেক্স গ্রুপের অন্তত ১৫ শ্রমিক। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বরইতলায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত শ্রমিক ও জনতা বেশ কটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাংচুর করে। সেইসঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী রেকারটিতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে থার্মেক্স মিলের ফটকে দাঁড়ানো ইটাখোলাগামী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশ নিতে যাওয়া নরসিংদীর ভেলানগর মহল্লার রিপন মিয়ার ছেলে জিহাদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরি অ্যাপারেলেসের স্যাম্পল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮) নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

এ ঘটনার পরপরই ঢাকা-সিলেট অবরোধ করেন থার্মেক্স গ্রুপের কর্মীরা। এ সময় মৌলভীবাজার যাওয়ার পথে বাংলাদেশ টেলিভিশনের গাড়িতে হামলা করেন অবরোধকারী শ্রমিকরা। এতে গাড়িতে থাকা বিটিভির প্রোগ্রাম প্রডিউসার মামুন মাহমুদ ও ক্যামেরাপারসন আবদুল কাদের এবং সংবাদ সংগ্রহের সময় সিএনএন বাংলার নরসিংদী প্রতিনিধি মাইনউদ্দিন সরকারসহ বেশ কয়েকজন আহত হন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ থাকার পর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

নরসিংদীতে রেকারের ধাক্কায় শিশুসহ নিহত ২, অবরোধ-ভাঙচুর

আপডেট সময় ০২:৩১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে একটি লেগুনাকে রেকারের ধাক্কায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন স্থানীয় থার্মেক্স গ্রুপের অন্তত ১৫ শ্রমিক। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বরইতলায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত শ্রমিক ও জনতা বেশ কটি যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ভাংচুর করে। সেইসঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী রেকারটিতে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে রেকারটি মহাসড়ক দিয়ে ইটাখোলা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। এ সময় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে থার্মেক্স মিলের ফটকে দাঁড়ানো ইটাখোলাগামী লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজতেমায় অংশ নিতে যাওয়া নরসিংদীর ভেলানগর মহল্লার রিপন মিয়ার ছেলে জিহাদ (১০) ও থার্মেক্স গ্রুপের আদুরি অ্যাপারেলেসের স্যাম্পল বিভাগের শ্রমিক ইয়াসিন আরাফাত (২৮) নিহত হন। আহত হন অন্তত ১৫ জন।

এ ঘটনার পরপরই ঢাকা-সিলেট অবরোধ করেন থার্মেক্স গ্রুপের কর্মীরা। এ সময় মৌলভীবাজার যাওয়ার পথে বাংলাদেশ টেলিভিশনের গাড়িতে হামলা করেন অবরোধকারী শ্রমিকরা। এতে গাড়িতে থাকা বিটিভির প্রোগ্রাম প্রডিউসার মামুন মাহমুদ ও ক্যামেরাপারসন আবদুল কাদের এবং সংবাদ সংগ্রহের সময় সিএনএন বাংলার নরসিংদী প্রতিনিধি মাইনউদ্দিন সরকারসহ বেশ কয়েকজন আহত হন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, দীর্ঘ দুই ঘণ্টা অবরোধ থাকার পর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও পুলিশের সহায়তায় মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ শ্রমিকরা।