অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
বিশ্বাস ছিল প্রেমিকের ওপর। সেই বিশ্বাস থেকেই তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ২৪ বছরের বিধবা। কিন্তু ভরসার দাম যে এভাবে চোকাতে হবে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি তরুণী। অভিযোগ রেল ইয়ার্ডে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে কথিত ‘প্রেমিক’। পরে তাকে উদ্ধার করেন তিনজন।
অভিযোগ, ‘উদ্ধারকারী’ তিনজনেরও লালসার শিকার হতে হয় ওই তরুণীকে। ভারতের ছত্তিশগড় রাজ্যের রায়পুরের এই ঘটনায় আরো একবার প্রশ্নের মুখে নারীদের নিরাপত্তা।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিধবা ওই তরুণী রায়পুরের একটি স্থানীয় হোটেল কাজ করেন। সুরেশ সাহু নামে ২৪ বছর বয়সী এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ঐ তরুণীর। ২৩ ডিসেম্বর রাতে কাঁপা এলাকার রেল ইয়ার্ডের কাছে তাকে ডেকে পাঠান সাহু। সেখানে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। তরুণীর চিৎকারে ওই এলাকায় হরিশ চন্দ্রকর, ত্রিনাথ মহানন্দ, বিনয় যাদব নামে তিনজন হাজির হন। ওই তিনজনের কাছে সাহায্য চান নিগৃহীতা।
তরুণীর দাবি, ওই তিনজন সুরেশকে বকাবকি করে সেখান থেকে সরিয়ে দেন। এরপর ওখানেই তাকে গণধর্ষণ করেন তারা। ঘটনার কথা কাউকে না-বলার জন্য তাকে তারা হুমকি দেন বলেও অভিযোগ।
পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।অভিযুক্ত চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























