ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

ক্রিকেট খেলার দ্বন্দ্বে এসএসসি পরীক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ৪

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা নগরীর চাঁনমারী বাজার এলাকায় ক্রিকেট খেলার স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে এসএসসি পরীক্ষার্থী খলিলুর রহমান সিয়াম (১৬)কে কুপিয়ে হত্যার ঘটনায় ১০জনের নামে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা মেছের সড়কের বাসিন্দা ইজিবাইক চালক মো. আয়নাল হক বাদী হয়ে বুধবার সদর থানায় মামলাটি দায়ের করেন (নং-৪২)।

এদিকে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এঘটনায় জড়িত ৪জনকে গ্রেপ্তার করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হলে তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ধারায় স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে অপর দুজনসহ মোট চারজন আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ মহানগর হাকিম মো. শাহীদুল ইসলাম ইসলাম এ আদেশ দিয়েছেন।

আদালতে জবানবন্দি দেয়া দু’জন হলো- দারোগাপাড়া এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মো. ইউসুফ খানের ছেলে রায়হান খান (১৮) ও টুটুপাড়া মেইন রোড হাবিবা মঞ্জিলের বাসিন্দা আলাউদ্দীন মৃধার ছেলে মো. আবু সাইদ ওরফে ছোট (১৬)। এছাড়া অপর গ্রেপ্তার অপর দুই আসামি হলো- টুটপাড়া লতা স্টোর গলির বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে আলামিন হোসেন রনি ওরফে ছোট রনি (১৮) ও চাঁনমারী মেছের সড়কের সামাদ গ্রেডারের বাড়ির ভাড়াটিয়া মো. হানিফের ছেলে রাব্বি (১৮)।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মিলন মৈত্র আদালতে দুই আসামির জবানবন্দির বরাত দিয়ে জানান, স্থানীয় বালুর মাঠে ক্রিকেট খেলার স্থান নিয়ে কথাকাটাকাটির জের ধরে এ হত্যাকা- ঘটেছে বলে আসামিরা স্বীকার করেছে। সিয়ামের ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহত সিয়ামের পিতা মোঃ আয়নাল হক বাদী হয়ে ১০জনের নাম উলে¬খসহ অজ্ঞাত ২/৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভূক্ত আসামিরা হলো- খ্রিস্টানপাড়া এলাকার বাবু গোলদারের ছেলে রনি ওরফে বড় রনি (২৭), দারোগাপাড়া এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মো. ইউসুফ খানের ছেলে রায়হান খান (১৮), টুটুপাড়া খ্রিস্টান পাড়ার বাবুলের ছেলে নয়ন (২০), চাঁনমারী মেছের সড়কের মহারাজের ছেলে রাসেল (২০), চাঁনমারী মেছের সড়কের সামাদ গ্রেডারের বাড়ির ভাড়াটিয়া মো. হানিফের ছেলে রাব্বি (১৮), টুটুপাড়া মেইন রোড হাবিবা মঞ্জিলের বাসিন্দা আলাউদ্দীন মৃধার ছেলে মো. আবু সাইদ ওরফে ছোট (১৬), টুটপাড়া লতা স্টোর গলির বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে আলামিন হোসেন রনি ওরফে ছোট রনি (১৮), টুটুপাড়া খ্রিস্টার্ন পাড়ার বাবুলের ছেলে সুমন (৩০), দারোগা পাড়া এলাকার প্রত্যুষ (১৮) ও দারোগাপাড়া হাসিবের বাড়ির ভাড়াটিয়া ওসমান (১৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, গত ২৬ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে রূপসা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী খলিলুর রহমান সিয়াম ৪/৫জন বন্ধুর সাথে ঘুরতে বের হয়। চাঁনমারী বাজারের মেছের সড়কের বালুরমাঠ এলাকায় ঘোরা ফেরা করে সে রাত পৌনে ৮টার দিকে স্থানীয় শাহাদাতের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এসময় ১০/১২জন যুবক মোটরসাইকেলযোগে এসে ধারালো অস্ত্র দিয়ে ঘটনাস্থলে এসেই সিয়ামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা সিয়ামের বাবা-মাসহ স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

ক্রিকেট খেলার দ্বন্দ্বে এসএসসি পরীক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ৪

আপডেট সময় ১২:০৬:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

খুলনা নগরীর চাঁনমারী বাজার এলাকায় ক্রিকেট খেলার স্থান নিয়ে দ্বন্দ্বের জেরে এসএসসি পরীক্ষার্থী খলিলুর রহমান সিয়াম (১৬)কে কুপিয়ে হত্যার ঘটনায় ১০জনের নামে মামলা দায়ের করা হয়েছে। নিহতের পিতা মেছের সড়কের বাসিন্দা ইজিবাইক চালক মো. আয়নাল হক বাদী হয়ে বুধবার সদর থানায় মামলাটি দায়ের করেন (নং-৪২)।

এদিকে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ এঘটনায় জড়িত ৪জনকে গ্রেপ্তার করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হলে তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ধারায় স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে অপর দুজনসহ মোট চারজন আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ মহানগর হাকিম মো. শাহীদুল ইসলাম ইসলাম এ আদেশ দিয়েছেন।

আদালতে জবানবন্দি দেয়া দু’জন হলো- দারোগাপাড়া এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মো. ইউসুফ খানের ছেলে রায়হান খান (১৮) ও টুটুপাড়া মেইন রোড হাবিবা মঞ্জিলের বাসিন্দা আলাউদ্দীন মৃধার ছেলে মো. আবু সাইদ ওরফে ছোট (১৬)। এছাড়া অপর গ্রেপ্তার অপর দুই আসামি হলো- টুটপাড়া লতা স্টোর গলির বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে আলামিন হোসেন রনি ওরফে ছোট রনি (১৮) ও চাঁনমারী মেছের সড়কের সামাদ গ্রেডারের বাড়ির ভাড়াটিয়া মো. হানিফের ছেলে রাব্বি (১৮)।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মিলন মৈত্র আদালতে দুই আসামির জবানবন্দির বরাত দিয়ে জানান, স্থানীয় বালুর মাঠে ক্রিকেট খেলার স্থান নিয়ে কথাকাটাকাটির জের ধরে এ হত্যাকা- ঘটেছে বলে আসামিরা স্বীকার করেছে। সিয়ামের ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় নিহত সিয়ামের পিতা মোঃ আয়নাল হক বাদী হয়ে ১০জনের নাম উলে¬খসহ অজ্ঞাত ২/৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারভূক্ত আসামিরা হলো- খ্রিস্টানপাড়া এলাকার বাবু গোলদারের ছেলে রনি ওরফে বড় রনি (২৭), দারোগাপাড়া এলাকার বাবুর বাড়ির ভাড়াটিয়া মো. ইউসুফ খানের ছেলে রায়হান খান (১৮), টুটুপাড়া খ্রিস্টান পাড়ার বাবুলের ছেলে নয়ন (২০), চাঁনমারী মেছের সড়কের মহারাজের ছেলে রাসেল (২০), চাঁনমারী মেছের সড়কের সামাদ গ্রেডারের বাড়ির ভাড়াটিয়া মো. হানিফের ছেলে রাব্বি (১৮), টুটুপাড়া মেইন রোড হাবিবা মঞ্জিলের বাসিন্দা আলাউদ্দীন মৃধার ছেলে মো. আবু সাইদ ওরফে ছোট (১৬), টুটপাড়া লতা স্টোর গলির বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে আলামিন হোসেন রনি ওরফে ছোট রনি (১৮), টুটুপাড়া খ্রিস্টার্ন পাড়ার বাবুলের ছেলে সুমন (৩০), দারোগা পাড়া এলাকার প্রত্যুষ (১৮) ও দারোগাপাড়া হাসিবের বাড়ির ভাড়াটিয়া ওসমান (১৭)।

মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, গত ২৬ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে রূপসা বহুমুখি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী খলিলুর রহমান সিয়াম ৪/৫জন বন্ধুর সাথে ঘুরতে বের হয়। চাঁনমারী বাজারের মেছের সড়কের বালুরমাঠ এলাকায় ঘোরা ফেরা করে সে রাত পৌনে ৮টার দিকে স্থানীয় শাহাদাতের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। এসময় ১০/১২জন যুবক মোটরসাইকেলযোগে এসে ধারালো অস্ত্র দিয়ে ঘটনাস্থলে এসেই সিয়ামকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয়রা সিয়ামের বাবা-মাসহ স্বজনদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।