ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

তালেবানদের অস্ত্র সরবরাহ করছে রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে তালেবানদের হাতে ‘উন্নত অস্ত্র’ দেখা গেছে, যেগুলো দৃশ্যত রুশ সরকার সরবরাহ করেছে বলে অভিযোগ উঠেছে।বিশেষ ভিডিও হাতে আসার দাবির সঙ্গে আফগান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা সিএনএন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।দুই দেশের কর্মকর্তাদের অভিযোগ, এক সময়ের শত্রু যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে মস্কো অস্ত্র সরবরাহ করছে। এর আগে এপ্রিলে আফগান বিদ্রোহীদের রুশ সরকার অস্ত্র দিকে চাচ্ছিল বলে উদ্বেগ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা।

সিএনএনের খবরে বলা হয়, দুটি ভিডিওতে স্নাইপার রাইফেল ও হরেক রকম কালাশনিক ও ভারি মেশিনগান দেখা যায়, যেগুলোতে উৎপাদন বিষয়ে কোনো তথ্য নেই। সব তুলে ফেলা হয়েছে, যাতে উৎস দেশের নাম না জানা যায়।হেরাতের কাছে তালেবানদের বিচ্ছিন্ন একটি গোষ্ঠী বলছে, তারা প্রতিদ্বন্দ্বী মূলধারার একটি তালেবান গোষ্ঠীকে হারিয়ে এই অস্ত্রগুলো দখলে পেয়েছে। অন্য গোষ্ঠীটির বক্তব্য, তারা এসব অস্ত্র তাজিকিস্তানের সীমান্ত থেকে বিনামূল্যে পেয়েছে এবং যেগুলো ‘রুশরা’ দিয়েছে।এসব ভিডিওতে অস্ত্র বিক্রির প্রশ্নাতীত প্রমাণ নেই; মস্কোও সুনির্দিষ্টভাবে এসবের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করছে। তবে যুদ্ধক্ষেত্রের প্রথম দিককার অস্ত্রের প্রবাহের যেসব প্রমাণ এসেছে তাতেই মস্কোর উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগে রয়েছে আফগান ও মার্কিন সরকার।

আফগান সরকারের মুখপাত্র সেদিক সেদিকি বলেন, “রুশরা বলছে, তারা তালেবানদের সঙ্গে যোগাযোগ রেখে চলে। অনেকের কাছ থেকেই আমাদের কাছে তথ্য আছে, তারা তালেবানদের অস্ত্র সরবরাহ করছে।“সে কারণেই তালেবানদের প্রতি ওই সমর্থনের মাত্রা কোন পর্যায়ে রয়েছে তা খুঁজে বের করতে কাজ করছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো।”

সিএনএন বলছে, এই প্রতিবেদনের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে না চাইলেও এর আগে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে তালেবানদেরকে রাশিয়ার অস্ত্র সরবরাহের দাবি উড়িয়ে দিয়েছে; পাল্টা অভিযোগ করে বলেছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ঢাকতেই এসব গল্প ফাঁদা হয়েছে।

রাশিয়ার দাবি, তালেবানদের সঙ্গে তাদের যোগাযোগ নিতান্তই শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের কমান্ডার জেনারেল জন নিকলসনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তালেবানদেরকে রাশিয়ার অস্ত্র সরবরাহের খবর তিনি উড়িয়ে দেবেন কি না। জবাবে তিনি বলেন, “না আমি এই খবর উড়িয়ে দিচ্ছি না।” ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল মার্চে কংগ্রেস কমিটকে বলেন, আফগানিস্তানে রুশরা প্রভাব বিস্তারের চেষ্টায় রয়েছে বলে তার বিশ্বাস।

“আমার মনে হয়, এটা ধারণা করা অত্যুক্তি হবে না যে, তারা অস্ত্রের মতো কিছু দিয়ে তালেবানদের সমর্থন দিচ্ছে অথবা অন্য কোনো বিষয় থাকতে পারে।” একটি ভিডিওতে হেরাত গ্রুপকে অস্ত্রগুলো ঘষামাজা করতে দেখা যায়। তারা বলছিলেন, মোল্লা হায়বতুল্লাহর নেতৃত্বে মূলধারার গ্রুপকে পরাজিত করে দখল করেছে।

“আইএসের সঙ্গে লড়াই জোরদারে ইরানের মাধ্যমে রাশিয়া এসব অস্ত্র মোল্লা হায়বতুল্লাহর দলকে দিয়েছিল। তবে তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে,” বলেন এই প্রুপের উপনেতা মোল্লা আবদুল মানান নিয়াজী।

কাবুলের আশপাশে ধারণ করা দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, মুখোশ পড়া এক তালেবান যোদ্ধা অস্ত্র নিয়ে মহড়ারা সময় বলছে, তাজিক সীমান্ত দিয়ে কুন্দজের উত্তরাঞ্চল থেকে বিনামূল্যে তারা এসব পেয়েছেন,।“এগুলো সম্প্রতি আমাদের হাতে এসেছে। রাশিয়ার তৈরি এগুলো, খুব ভালো জিনিস।”

তবে সুইজারল্যান্ডভিত্তিক অস্ত্র বিশেষজ্ঞ প্রতিষ্ঠান স্মল আর্মস সার্ভে এসব ভিডিও পরীক্ষা করে বলেছে, এসব অস্ত্র যে রুশ সরকারের সম্পর্কিত তার প্রত্যক্ষ্য কোনো প্রমাণ নেই। এগুলো আধুনিক বা বিরল নয়। এমনকি এগুলির কোনোটা চীনের তৈরি, যেগুলো অনলাইনেও কিনতে পাওয়া যায়।

তবে সংস্থাটির একজন বেনজামিন কিং বলেন, “তবে এই অস্ত্রগুলোতে উৎপাদনের তথ্য ছিল না, যেটা আমরা চেয়েছিলাম।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

তালেবানদের অস্ত্র সরবরাহ করছে রাশিয়া

আপডেট সময় ০২:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানে তালেবানদের হাতে ‘উন্নত অস্ত্র’ দেখা গেছে, যেগুলো দৃশ্যত রুশ সরকার সরবরাহ করেছে বলে অভিযোগ উঠেছে।বিশেষ ভিডিও হাতে আসার দাবির সঙ্গে আফগান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা সিএনএন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।দুই দেশের কর্মকর্তাদের অভিযোগ, এক সময়ের শত্রু যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে মস্কো অস্ত্র সরবরাহ করছে। এর আগে এপ্রিলে আফগান বিদ্রোহীদের রুশ সরকার অস্ত্র দিকে চাচ্ছিল বলে উদ্বেগ দেখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তারা।

সিএনএনের খবরে বলা হয়, দুটি ভিডিওতে স্নাইপার রাইফেল ও হরেক রকম কালাশনিক ও ভারি মেশিনগান দেখা যায়, যেগুলোতে উৎপাদন বিষয়ে কোনো তথ্য নেই। সব তুলে ফেলা হয়েছে, যাতে উৎস দেশের নাম না জানা যায়।হেরাতের কাছে তালেবানদের বিচ্ছিন্ন একটি গোষ্ঠী বলছে, তারা প্রতিদ্বন্দ্বী মূলধারার একটি তালেবান গোষ্ঠীকে হারিয়ে এই অস্ত্রগুলো দখলে পেয়েছে। অন্য গোষ্ঠীটির বক্তব্য, তারা এসব অস্ত্র তাজিকিস্তানের সীমান্ত থেকে বিনামূল্যে পেয়েছে এবং যেগুলো ‘রুশরা’ দিয়েছে।এসব ভিডিওতে অস্ত্র বিক্রির প্রশ্নাতীত প্রমাণ নেই; মস্কোও সুনির্দিষ্টভাবে এসবের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করছে। তবে যুদ্ধক্ষেত্রের প্রথম দিককার অস্ত্রের প্রবাহের যেসব প্রমাণ এসেছে তাতেই মস্কোর উদ্দেশ্য নিয়ে গভীর উদ্বেগে রয়েছে আফগান ও মার্কিন সরকার।

আফগান সরকারের মুখপাত্র সেদিক সেদিকি বলেন, “রুশরা বলছে, তারা তালেবানদের সঙ্গে যোগাযোগ রেখে চলে। অনেকের কাছ থেকেই আমাদের কাছে তথ্য আছে, তারা তালেবানদের অস্ত্র সরবরাহ করছে।“সে কারণেই তালেবানদের প্রতি ওই সমর্থনের মাত্রা কোন পর্যায়ে রয়েছে তা খুঁজে বের করতে কাজ করছে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো।”

সিএনএন বলছে, এই প্রতিবেদনের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করতে না চাইলেও এর আগে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে তালেবানদেরকে রাশিয়ার অস্ত্র সরবরাহের দাবি উড়িয়ে দিয়েছে; পাল্টা অভিযোগ করে বলেছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ঢাকতেই এসব গল্প ফাঁদা হয়েছে।

রাশিয়ার দাবি, তালেবানদের সঙ্গে তাদের যোগাযোগ নিতান্তই শান্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের কমান্ডার জেনারেল জন নিকলসনের কাছে জানতে চাওয়া হয়েছিল, তালেবানদেরকে রাশিয়ার অস্ত্র সরবরাহের খবর তিনি উড়িয়ে দেবেন কি না। জবাবে তিনি বলেন, “না আমি এই খবর উড়িয়ে দিচ্ছি না।” ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল জোসেফ ভোটেল মার্চে কংগ্রেস কমিটকে বলেন, আফগানিস্তানে রুশরা প্রভাব বিস্তারের চেষ্টায় রয়েছে বলে তার বিশ্বাস।

“আমার মনে হয়, এটা ধারণা করা অত্যুক্তি হবে না যে, তারা অস্ত্রের মতো কিছু দিয়ে তালেবানদের সমর্থন দিচ্ছে অথবা অন্য কোনো বিষয় থাকতে পারে।” একটি ভিডিওতে হেরাত গ্রুপকে অস্ত্রগুলো ঘষামাজা করতে দেখা যায়। তারা বলছিলেন, মোল্লা হায়বতুল্লাহর নেতৃত্বে মূলধারার গ্রুপকে পরাজিত করে দখল করেছে।

“আইএসের সঙ্গে লড়াই জোরদারে ইরানের মাধ্যমে রাশিয়া এসব অস্ত্র মোল্লা হায়বতুল্লাহর দলকে দিয়েছিল। তবে তারা আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে,” বলেন এই প্রুপের উপনেতা মোল্লা আবদুল মানান নিয়াজী।

কাবুলের আশপাশে ধারণ করা দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, মুখোশ পড়া এক তালেবান যোদ্ধা অস্ত্র নিয়ে মহড়ারা সময় বলছে, তাজিক সীমান্ত দিয়ে কুন্দজের উত্তরাঞ্চল থেকে বিনামূল্যে তারা এসব পেয়েছেন,।“এগুলো সম্প্রতি আমাদের হাতে এসেছে। রাশিয়ার তৈরি এগুলো, খুব ভালো জিনিস।”

তবে সুইজারল্যান্ডভিত্তিক অস্ত্র বিশেষজ্ঞ প্রতিষ্ঠান স্মল আর্মস সার্ভে এসব ভিডিও পরীক্ষা করে বলেছে, এসব অস্ত্র যে রুশ সরকারের সম্পর্কিত তার প্রত্যক্ষ্য কোনো প্রমাণ নেই। এগুলো আধুনিক বা বিরল নয়। এমনকি এগুলির কোনোটা চীনের তৈরি, যেগুলো অনলাইনেও কিনতে পাওয়া যায়।

তবে সংস্থাটির একজন বেনজামিন কিং বলেন, “তবে এই অস্ত্রগুলোতে উৎপাদনের তথ্য ছিল না, যেটা আমরা চেয়েছিলাম।”