অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেটে অপহরণের একদিন পর এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে শহরতলীর খাদিম কালাগুল চা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন। নিহত আল আমিন নগরীর শেখঘাট টিকরপাড়ার নুরুল ইসলাম টুটুলের ছেলে। সে ঘাসিটুলা হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
ওসি জানান, শনিবার সকাল থেকে আল আমিনকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। ঘটনার পর থেকে দুলাভাই ফয়সল অপহরণ করেছে বলে সন্দেহ হয় পরিবারের। রোববার সকালে কোতয়ালী থানায় ফয়সলের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করেন আল আমিনের বাবা নুরুল ইসলাম টুটুল।
দুপুরে টিকরপাড়া থেকে ফয়সল আহমদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ফয়সলের স্বীকরোক্তিমতে সন্ধ্যায় খাদিম কালাগুল চা বাগান থেকে আল আমিনের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, আল আমিনের বোনের সাথে বনিবনা না হওয়ার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ।
কৌশলে বেড়ানোর কথা বলে আল আমিনকে চা বাগানের নির্জন স্থানে নিয়ে হত্যা করেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন ফয়সল।
আকাশ নিউজ ডেস্ক 























