অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহে জেলা ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে পিকআপভ্যান উল্টে কমপক্ষে ১০ জন মুসল্লি আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে। হালুয়াঘাট উপজেলার পল্লীবিদ্যুৎ সাব-স্টেশন অফিস এলাকায়। আহতদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
আহতরা হলেন- হালুয়াঘাট উত্তর বাজারের বাসিন্দা মফিজ উদ্দিন, রুহুল আমিন, কামরুজ্জামান, তোতা মিয়া, জিদান, মনিকুড়ার হাসেম, ইসহাক, মোতালেব, দেলোয়ার, আকনপাড়ার আ. হাই।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শনিবার ময়মনসিংহ সদর উপজেলার বাড়েয়ায় জেলা ইজতেমায় আখেরি মোনাজাতের দোয়া শেষে পিকাপভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তারা। হঠাৎই ঘটনাস্থলে পিকআপের একটি চাকা খুলে গিয়ে সড়কে উল্টে যায়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা জানান, ১০ জন আহত হলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 





















