অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিএনএন’এর এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের অর্ধেক নাগরিকেরও কম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানি হিসেবে সমর্থন করে। মাত্র ৩৬ ভাগ আমেরিকান নাগরিক সিএনএন’এর এ জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ঘোষণাকে সমর্থন দেওয়ার কথা জানান। এরচেয়েও কম সংখ্যক আমেরিকান নাগরিক তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার বিষয়টিতে মত দিয়েছেন।
৪৪ ভাগ আমেরিকান বলছেন, ট্রাম্পের উচিত অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসা। ৪৫ ভাগ এ সিদ্ধান্ত সমর্থন করেননি। রিপাবলিকানদের মধ্যে ৭৯ ভাগ ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্ত মেনে নিলেও দুই তৃতীয়াংশ মনে করেন তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী জেরুজালেমে যেতে পারে। তবে বিপক্ষ দল ডেমোক্রেটদের ৭১ ভাগই ট্রাম্পের উভয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন।
জরিপে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের অবতীর্ণ হওয়া ঠিক নয় বলে মত দিয়েছে দুই তৃতীয়াংশ উত্তর দাতা। তবে পক্ষ নিলে ইসরায়েলের পাশে দাঁড়ানোর পক্ষাপাতি ২৪ ভাগ এবং মাত্র ২ ভাগ আমেরিকান রয়েছেন ফিলিস্তিনের পক্ষে। রিপাবলিকানদের মধ্যে ৪৮ভাগই মনে করেন যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েলের পক্ষেই থাকা উচিত এবং ডেমোক্রেটদের মধ্যে এ হার ১২ ভাগ মাত্র। তবে ৭৮ ভাগ ডেমোক্রেট ও ৭০ ভাগ স্বাধীনচেতা মার্কিন নাগরিক মনে করেন ইসরায়েল-ফিরিস্তিন দ্বন্দ্বে আমেরিকানদের উচিত নিরপেক্ষ থাকা। ৪৪ ভাগ রিপাবলিকানেরও মত কোনো পক্ষে অবস্থান না নেওয়ার।
মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার ভবিষ্যত নিয়ে ৫৬ ভাগ হতাশ, এরা মনে করেন ইসরায়েল ও ফিলিস্তিনিরা কখনো আলোচনার মধ্যে দিয়ে শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু ৩৯ ভাগ উত্তরদাতা মনে করেন এটি সম্ভব। সিএনএন এ জরিপ পরিচালনা করে গত ১৪ থেকে ১৭ ডিসেম্বর সময়ে।
আকাশ নিউজ ডেস্ক 






















