অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের মুক্তাগাছায় পোশাকশ্রমিককে ধর্ষণে অভিযুক্ত যুবককে আটক করেছেন র্যাব-১৪ টিমের সদস্যরা। আটক মোহাম্মদ শফিক ওরফে শরিফকে উপজেলার কালিবাড়ি এলাকা থেকে আটক করা হয়।
শনিবার দুপুরে ময়মনসিংহ র্যাপিড আ্যাকশন (র্যাব)-১৪ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, প্রেমের সূত্রে গত ১১ ডিসেম্বর বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে এক সন্তানের জননী স্বামী পরিত্যক্তা ভুক্তভোগী পোশাকশ্রমিককে কালিকাপুর এলাকায় এনে গণধর্ষণ করা হয়।
এ ঘটনায় মুক্তাগাছা থানায় ধর্ষণ মামলা হয়। ২২ ডিসেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদে উপজেলার ঘোগা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শরিফকে আটক করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 






















