অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
কারগিল যুদ্ধে ভারতীয় বোমার হাত থেকে অল্পের জন্য বেঁচে যান পাকিস্তানি প্রধানমন্ত্রী৷ সম্প্রতি সেই যুদ্ধের এমন এক বিষয় প্রকাশ্যে এসেছে, ১৯৯৯ সালে ভারত-পাকিস্তানের মাঝে এ যুদ্ধ সংগঠতি হয়। যা সত্যি হলে হয়তো ইতিহাসই পাল্টে যেত। সেই আক্রমণেই পাকিস্তানের প্রাক্তন আর্মি জেনারেল পারভেজ মুশারফ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মৃত্যু হতে পারত৷
কারগিল যুদ্ধ যখন চরমে ওঠে সে সময়, ১৯৯৯ সালের ২৪ জুন সকাল প্রায় ৮.৪৫ মিনিট নাগাদ ভারতের বিমানবাহিনীর একটি জাগুয়ার এলওসি থেকে পাকিস্তানি সেনাদের প্রধান আস্তানা টার্গেট করে হামলা চালায়৷ লেজার গাইডেড সিস্টেমের মাধ্যমে বোমা ফেলার জায়গা চিহ্নিত করার কাজ করছিল এই জাগুয়ার৷ এর পেছনের দ্বিতীয় জাগুয়ারটি সেই স্থানে বোমা ফেলার কাজটি করার কথা ছিল৷ কিন্তু এই দ্বিতীয় জাগুয়ার লক্ষ্যভ্রষ্ট হয় এবং পাকিস্তানি সেনার প্রধান ঘাঁটি একটুর জন্য রক্ষা পেয়ে যায়৷
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, ২৪ জুন জাগুয়ার যে হামলা করে সে স্থানে বোমা পড়েনি৷ পরে জানা যায়, এই হামলার সময় পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ টার্গেট করা স্থানে উপস্থিত ছিলেন৷ যদিও বোমা ফেলার আগে এই তথ্যটি কারও কাছে ছিল না বলেও জানা যায়৷
আগামী ২৬জুলাই ভারতীয় সেনারা পালন করতে চলেছে কারগিল ‘বিজয় দিবস’৷ তার আগেই প্রকাশিত হলো সেই যুদ্ধ বিষয়ে এই তথ্য।