অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর তানোর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মমিনুল ইসলাম (১৮)। তিনি উপজেলার ইলামদহী গ্রামের কাবিল হোসেনের ছেলে। শুক্রবার বিকেলে পাশের নারায়ণপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয় তার।
তানোর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মমিনুল ইসলাম গাছের ডাল কাটা শ্রমিক হিসাবে কাজ করেন। বিকেলে তিনি নারায়ণপুর গ্রামে আম গাছের ডাল কাটছিলেন। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্ষে চলে যান তিনি।
এতে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান এসআই সাইফুল ইসলাম।
আকাশ নিউজ ডেস্ক 






















