অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের কলকাতায় এনজিওগ্রাম করতে গিয়ে ধমনী ছিঁড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে এ ঘটনা ঘটে। রোগীর নাম নমিতা বণিক। তার পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণে নমিতা মারা গেছেন।
জানা গেছে, চলতি মাসেই স্বামীকে ডাক্তার দেখাতে এসএসকেএমে আসেন নমিতা। গত ১৩ ডিসেম্বর বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে ভর্তি হন তিনি। এর পর চিকিৎসকের পরামর্শে এনজিওগ্রাম করা হয় তার। পরিবারের অভিযোগ, এনজিওগ্রাম করার পর আরও অসুস্থ হয়ে পড়েন নমিতা বণিক।
এর পর চিকিৎসকরা জানান, এনজিওগ্রামের সময় নমিতার ধমনী ছিঁড়ে গেছে। পরে এসএসকেএম হাসপাতালেই নমিতার অস্ত্রোপচার হয়। সেখানে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। বৃহস্পতিবার সকালে নমিতা মারা যান। এ বিষয়ে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ করেছে নমিতার পরিবার।
কলকাতার ভবানীপুর থানাতেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ দায়ের হয়েছে। তবে এ বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেনি এসএসকেএম কর্তৃপক্ষ।
আকাশ নিউজ ডেস্ক 

























