অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।
সোমবার ভোরে হোটেল রেডিসনের সামনে একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তবে সেটি বাস, ট্রাক নাকি প্রাইভেটকার তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম সারোয়ার জানান, ভোরে হোটেলের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় কোনো এক যানবাহনের চাপায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।
আহত অবস্থায় আনোয়ার পুলিশকে তার নাম এবং মিরপুর- ১১নম্বর সেকশনে তার বাড়ি বলে জানায়। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।