অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীতে একটি ট্রেন থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ‘ধূমকেতু এক্সপ্রেস’ নামে ওই ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী এসেছিল। বুধবার বিকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি থামলে লাশটি সবার নজরে আসে। এরপর রাজশাহী রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক ময়দান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনের ‘ঘ’ এবং ‘ঙ’ বগির বাইরের মাঝামাঝি স্থানের করিডরে লাশটি পড়েছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।
ময়দান আলী জানান, লাশের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। তার পরনে ছিল শার্ট এবং লুঙ্গি। বয়স আনুমানিক ৪৫ বছর। কীভাবে তার মৃত্যু হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি বলা যাবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির লাশ পরিচয় জানতে পুলিশ কাজ করছে। আর এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 






















