আকাশ বিনোদন ডেস্ক:
দেশের মাটিতে বিয়ে হলে সমালোচকরা খুঁত ধরতেন। তামাশার পর্যায়ে পর্যবসিত হত পারতো হাইপ্রোফাইল এই বিয়ের অনুষ্ঠান। শুভ কাজটা তাই ভালোই ভালোই যাতে মিটে যায়, সেই কারণেই বিদেশে গাঁটছড়া বেঁধেছেন বিরাট কোহলি এবং অানুশকা শর্মা। এরপর থেকে তারকা দম্পতির এই বিয়ে নিয়ে নিত্য নতুন তথ্য সামনে আসছে। এবার জানা গেল বিয়ের সময়কালের সবচেয়ে আতঙ্কের মুহূর্তের কথা।
বিরাট-আনুশকার ওয়েডিং ডিজাইনার দেবিকা নারিন এ তথ্য ফাঁস করেছেন। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বিরাট-অানুশকার বিয়েতে আতঙ্ক ছিল পরিবেশ।
এর ব্যাখ্যাও দিয়েছেন দেবিকা নারিন। তার দাবি, শীতকালে ইতালিতে এত বেশি বরফ পড়ে যে কেউ বিয়ের অনুষ্ঠান করার সাহস পান না। ওদের মেহেদির দিন সকালেও চারদিকে বরফে ঢেকে গিয়েছিল। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আউটডোরে। বরফ পড়লে সবটাই ভেতরে করতে হতো। কিন্তু সেটা হয়নি। এই ওয়েদার নিয়েই সকলের আতঙ্ক ছিল।’’
আকাশ নিউজ ডেস্ক 





















