অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার হারুন অর রশিদের কার্যালয়ের বাথরুম থেকে একটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। কার্যালয় পরিষ্কার করার সময় গোখরা সাপটি উদ্ধারের পর মেরে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শী একজন পুলিশ জানান, বাথরুমে চোখ ফেলতেই সকলের চক্ষু চড়ক গাছ। সেখানে দেখা যায় লম্বা হয়ে শুয়ে আছে সাপটি। অন্যেরা হৈচৈ শুনে ঘটনাস্থলে এসে সাপ দেখে আঁতকে ওঠেন। পরে সাপটিকে মেরে সেখানেই মেরে ফেলা হয়। সেখানে কর্মরত পুলিশ সদস্যরা জানান, এর আগেও এখানে একইরকম সাপ পাওয়া গিয়েছিল।
স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর অফিসের আশপাশে আগেও সাপ ঘুরে বেড়াতে দেখা গেছে। তারা ভয়ে থেকেছেন। সেই ভয় কাটেনি এখনও। অফিস এবং আশপাশের অফিসগুলোতে কার্বলিক অ্যাসিড ও ব্লিচিং পাউডার ছিঁটানো হলে সাপ পালিয়ে যেতে বাধ্য বলে অনেকে অভিমত দেন।
আকাশ নিউজ ডেস্ক 






















