অাকাশ নিউজ ডেস্ক:
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে ডিএসসিসির কল সেন্টার চালুর পর শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৩১ হাজার ৮৫৬টি কল এসেছে। শুধু ডিএসসিসি থেকে নয় বিভিন্ন তথ্য জানার জন্য দেশের বিভিন্ন এলাকা ও দেশের বাইরে থেকেও কল এসেছে (০৯৬১১০০০৯৯৯) এ হট লাইন নম্বরে।
শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবনে ওয়ার্ড কাউন্সিলর, সুশীল সমাজ, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে চিকুনগুনিয়া নিয়ে সচেতনমূলক বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন এ তথ্য জানান।
তিনি বলেন, ২২ হাজার ১১২ জন কল করেছেন পরামর্শ ও ওষুধের জন্য। এর মধ্যে ডিএসসিসির ১৪৩০ নাগরিক ফোন করেছেন। এর মধ্যে ৩৩৬ জন সরাসরি চিকিৎসা নেয়ার জন্য ফোন দিয়েছেন। ১৬৬ রোগীকে বাসায় গিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। যেখানে পরামর্শ চেয়েছেন ১২৮ জন। এছাড়া ডিএসসিসি এলাকার ৩৭ জনকে কল ব্যাক করে পরামর্শ দেয়া হয়েছে ।
অন্যদিকে আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্য কেন্দ্র, ৫টি নগর মাতৃসদন এবং কর্পোরেশনের নিজস্ব দুটি হাসপাতাল ও একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা পাওয়া যাচ্ছে বলে জানায় ডিএসসিসি।