অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের মুম্বাইয়ে একটি মিষ্টির দোকানে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সাকি নাকি এলাকার খাইরানি রোডের বানু ফারসান স্ন্যাক শপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রাজাওয়াড়ি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। দোকানের ভেতরে এখনও কেউ আটকে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
লক্ষ্মী নারায়ণ মন্দিরের পাশে এই স্ন্যাকস-এর দোকানে ভোর ৪টা ১৭ মিনিটে আগুন লাগে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইউনিট ও ৪টি পানির ট্যাঙ্ক। দোকানের বৈদ্যুতিক তারে আগুন লেগে সহজেই তা ভয়াবহ আকার ধারণ করে। দোকানের নিচের তলায় প্রচুর পরিমাণ খাদ্যবস্তু ও আসবাবপত্র জড়ো করা ছিল। আগুনের জেরে দোকানের কিছুটা অংশ ভেঙে পড়ে। সেখানেই আটকে পড়ে মৃত্যু হয় ১২ জন কর্মচারীর। রাতে এরা দোকানের ভেতরেই ঘুমোচ্ছিলেন। দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























