ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ ‘আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না’ গুম হওয়া পরিবারের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান কালি নয়, জুলাই জাতীয় সনদ ‘রক্ত ও প্রাণের বিনিময়ে’ লেখা হয়েছে : আলী রীয়াজ প্রার্থিতা প্রত্যাহার করলেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা, চলছে কর্মবিরতি নির্বাচন ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে : দুদু আন্দোলনের সুফল একটি দলের ঘরে নেওয়ার চেষ্টা বিফলে যাবে : ডা. জাহিদ ঢাকাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করল রংপুর রাইডার্স খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকাশক্তি : খন্দকার মোশাররফ

ক্ষমা চাওয়ার পর দুবাই যাচ্ছেন তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

লো-স্কোরিং ম্যাচের পর মিরপুর উইকেটের কঠোর সমালোচনা করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইকেটকে ‘জঘন্য’ বলেছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। এ কারণে তাকে শোকজ করে এবং শুনানিতে ডেকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার সেই শুনানিতে অংশ নেন তামিম। উইকেট নিয়ে করা নিজের মন্তব্যের জন্য বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন এই ক্রিকেটার। তামিমকে ২০১৮ সালের বিপিএল পর্যন্ত সতর্ক করেছে বোর্ড। পাশাপাশি ভবিষ্যতে আরো সতর্ক হয়ে মন্তব্য করতে বলা হয়েছে।

শুনানি শেষে তামিম বলেন, বিপিএলে উইকেট নিয়ে সমালোচনা করার জন্য বিসিবির শুনানিতে ক্ষমা চেয়েছি আমি। দুবাইয়ে টি-টেন লিগ খেলতে যাচ্ছি।

আজ থেকেই পর্দা উঠতে যাচ্ছে প্রথম টি-১০ লিগের। ছয় দলের অংশগ্রহণে আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দশ ওভারের এ ক্রিকেট টুর্নামেন্টে পাখতুন্সের জার্সিতে খেলবেন তামিম।

এই দলে আরো আছেন- শহীদ আফ্রিদি (আইকন), ডোয়াইন স্মিথ, ফখর জামান, আহমেদ শেহজাদ, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, আমজাদ জাভেদ, সাকলাইন হায়দার।

টি-টেন লিগে বাংলাদেশের পক্ষে খেলবেন সাকিব আল হাসানও। এরইমধ্যে তিনি ঢাকা ছেড়ে গেছেন। তবে টি-টেন লিগে ডাক পাওয়া আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের শান্তিতে নির্বাচন করতে দেব না: আসিফ মাহমুদ

ক্ষমা চাওয়ার পর দুবাই যাচ্ছেন তামিম

আপডেট সময় ০৫:৩৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

লো-স্কোরিং ম্যাচের পর মিরপুর উইকেটের কঠোর সমালোচনা করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উইকেটকে ‘জঘন্য’ বলেছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। এ কারণে তাকে শোকজ করে এবং শুনানিতে ডেকে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার সেই শুনানিতে অংশ নেন তামিম। উইকেট নিয়ে করা নিজের মন্তব্যের জন্য বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন এই ক্রিকেটার। তামিমকে ২০১৮ সালের বিপিএল পর্যন্ত সতর্ক করেছে বোর্ড। পাশাপাশি ভবিষ্যতে আরো সতর্ক হয়ে মন্তব্য করতে বলা হয়েছে।

শুনানি শেষে তামিম বলেন, বিপিএলে উইকেট নিয়ে সমালোচনা করার জন্য বিসিবির শুনানিতে ক্ষমা চেয়েছি আমি। দুবাইয়ে টি-টেন লিগ খেলতে যাচ্ছি।

আজ থেকেই পর্দা উঠতে যাচ্ছে প্রথম টি-১০ লিগের। ছয় দলের অংশগ্রহণে আয়োজিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দশ ওভারের এ ক্রিকেট টুর্নামেন্টে পাখতুন্সের জার্সিতে খেলবেন তামিম।

এই দলে আরো আছেন- শহীদ আফ্রিদি (আইকন), ডোয়াইন স্মিথ, ফখর জামান, আহমেদ শেহজাদ, জুনাইদ খান, মোহাম্মদ ইরফান, আমজাদ জাভেদ, সাকলাইন হায়দার।

টি-টেন লিগে বাংলাদেশের পক্ষে খেলবেন সাকিব আল হাসানও। এরইমধ্যে তিনি ঢাকা ছেড়ে গেছেন। তবে টি-টেন লিগে ডাক পাওয়া আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে খেলার অনাপত্তিপত্র দেয়নি বিসিবি।