অাকাশ জাতীয় ডেস্ক:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় বাসচাপায় রিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের সরুবাকচর গ্রামের দারোগ আলীর ছেলে রিকশা চালক আব্দুস সালাম (৪৫) ও যাত্রী একই গ্রামের জুড়ান মোল্লার ছেলে মো. নাজিমুদ্দিন মোল্লা (৫০)।
এ ঘটনায় জালিম খান (৫৫) নামে আরো এক রিকশা যাত্রী আহত হয়েছেন। তিনি সরুবাকচর গ্রামের ইয়াজউদ্দিনের ছেলে। তাকে গোয়ালন্দ উপজেলা কমম্পেক্সে ভর্তি করা হয়েছে।
আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবর রহমান জানান, সন্ধ্যায় গোয়ালন্দ বাজার থেকে রিকশাচালক সালাম তার এলাকার দুই যাত্রী নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জমিদার ব্রিজ এলাকায় এলে পেছন একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সালাম ও নাজিমুদ্দিনের মৃত্যু হয়। এসময় জালিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জালিমকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা কমপ্লক্সে ভর্তি করেন। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।
আকাশ নিউজ ডেস্ক 






















