অাকাশ জাতীয় ডেস্ক:
নরসিংদী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মো. রাসেল (১৩) নামে স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে ভেলানগর বাসস্ট্যান্ডে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মো. রাসেলের বাড়ি একই উপজেলার ভেলানগর এলাকায়। সে ভেলানগরের হাফিজ মেম্বারের ভাগিনা।
হাফিজ মেম্বার ও প্রত্যক্ষরা জানান, বুধবার সকাল ৯ টার দিকে সিলেটগামী একটি ট্রাক রাসেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করেছে হাইওয়ে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























