অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁওয়ের তেতুলিয়া গ্রামের মুন্সিবাড়িতে পানিতে ডুবে সিনমুন নামে ২৩ মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা ছাত্রদল নেতা সোহানুর রহমান শাহীনের ছেলে।
নিহত শিশুটির মা স্নিগ্ধা বেগম জানান, সোমবার সকাল ১০টার দিকে সিনমুন খেলা করতে করতে বাড়ির বাহিরে চলে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবার। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি সংলগ্ন একটি ডোবায় শিশুটিকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া বলেন, পরিবারের সদস্যদের অসচেতনায় শিশুটি পানিতে ডুবে মারা যায়।
আকাশ নিউজ ডেস্ক 





















