অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
উত্তর আমেরিকার শতাধিক ইহুদি বুদ্ধিজীবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার নিন্দা জানিয়েছেন। তারা বলেন, ট্রাম্পের এধরনের ঘোষণায় সারাবিশ্ব বিস্ময় ও নিন্দা জানাচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডার এসব বুদ্ধিজীবী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের এ ঘোষণা কাযৃত সহিংসতা আরো বৃদ্ধি করবে। তারা মার্কিন সরকারকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন করতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ ছাড়াও জেরুজালেমের ভবিষ্যত সুরক্ষায় ফিলিস্তিনের আইনগত অধিকার সুনিশ্চিত করার আহবান জানান।
বিবৃতিতে ইহুদী বুদ্বিজীবীরা আরো বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে অচল করে দিয়েছে। ইসরায়েলের সকল ইহুদি ও ফিলিস্তিনিদের জন্যে যে রাজনৈতিক সমঝোতার প্রচেষ্টা চলছে তা ট্রাম্পের সিদ্ধান্তে এক অমর্যাকর ও বিপদজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। ফিলিস্তিনিরা ক্রমাগতভাবে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে বৈষম্যের স্বীকার হচ্ছে। পূর্ব জেরুজালেমে নিয়মিত অসাম্য সহ্য করতে হচ্ছে ফিলিস্তিনিদের।
স্বাক্ষরদাতা ইহুদি বুদ্ধিজীবীদের অধিকাংশই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধী হিসেবে পরিচিত যারা ডেমোক্রেট সংখ্যাগরিষ্ট ইহুদি ভোটারদের কাছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনী প্রচারভিযানের সময় ট্রাম্পের ইসরায়েল সম্প্রীতির জন্যে মিডিয়া তার সমালোচনা করেছিল।
আকাশ নিউজ ডেস্ক 



















