অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে জুমার নামাজ আদায় করেছে বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলিমদের সংগঠনগুলোর পক্ষ থেকে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে হাজার হাজার মুসলিমরা অংশ নেয়।
হোয়াইট হাউজের সামনে অবস্থিত লাভলি স্কয়ারে বাগানে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় বিক্ষোভকারীরা তাদের গলায় ও কপালে ফিলিস্তিনি পতাকা বাঁধে। কারও কারও হাতে ব্যানার ও ফেস্টুনও ছিল। যেগুলোতে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে সমালোচনামূলক বাক্য লেখা ছিল।
এ সময় মার্কিন ইসলামি কাউন্সিলের পরিচালক জেনারেল নিহাদ গণমাধ্যমকে বলেন, ট্রাম্প ফিলিস্তিন ভূখণ্ডের একটি অংশেরও মালিক নন, তিনি ট্রাম্প টাওয়ারের মালিক। তিনি এর মালিকানা ইসরায়েলিদের দিতে পারেন।
আকাশ নিউজ ডেস্ক 



















