অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মার্কিন ফার্স্ট ডটার ইভাঙ্কা ট্রাম্প অথবা তার ট্রাস্ট ২০১৬ সালের শুরু থেকে তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১২.৬ মিলিয়ন ডলার নিয়েছেন এবং হোয়াইট হাউসে চাকরি করার সুবাদে প্রতি বছর অন্তত ১.৫ মিলিয়ন ডলার আয় করতে পারবে। মার্কিন ইথিকস অফিস থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
শুক্রবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের বড় মেয়ের স্বামী জেরাড কুশনারের দাখিল করা একটি আপডেটেড আর্থিক বিবরণী ফর্ম থেকে এই তথ্য প্রকাশ করা হয়।প্রকাশিত বিবরণীতে দেখা যায়, ব্যবসায়িক সাম্রাজ্য থেকে তারা ৭৬১ মিলিয়ন ডলারেরও বেশি সুবিধা ভোগ করছে।
রিপোর্ট অনুযায়ী, হোয়াইট হাউসে যোগদানের পর থেকে ইভাঙ্কা তার ট্রাম্প অর্গানাইজেশনের কাছ বেতন ও সেভারেন্স হিসেবে ২.৫ মিলিয়নেরও বেশি ডলার নিয়েছেন এবং আরো কয়েক মিলিয়ন ডলার পেয়েছেন রিয়েল এস্টেট কোম্পানি এবং অন্যান্য উৎস থেকে।টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইভাঙ্কা ট্রাম্প তার ২০১৬ সালের কাজের জন্য তার পরিবারিক বিলাসবহুল রিয়েল এস্টেট ব্র্যান্ডসহ তার তিনটি রিয়েল এস্টেট কোম্পানি থেকে ১.৫ মিলিয়ন ডলারের একটি নির্দিষ্ট অর্থ গ্রহণ করবেন। এছাড়াও, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে তার অংশীদার থেকে আরো অর্থ উপার্জন করতে পারবেন।
একজন ইথিকস বিশেষজ্ঞ টাইমস নিউজকে বলেন, তাদের আয়ের আরো অনেক উৎস থাকতে পারে যার সম্পর্কে ইথিকস অফিস এখনো জানে না।ফেডারেল নির্বাচন কমিশনের একজন প্রাক্তন প্রধান ইথিকস কর্মকর্তা বলেন, ‘সেখানে এখনো এমন অনেক আর্থিক বন্ধন থাকতে পারে যেগুলি সম্পর্কে আমরা জানি না।’
আকাশ নিউজ ডেস্ক 



















