আকাশ আন্তর্জাতিক ডেস্ক:
ভারত তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে। আর তারই জের ধরে আগামী দু’বছরের মধ্যে দেশটির সুপারসনিক মিসাইল ব্রাহ্মোসের গতি অনেকটাই বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এই গতি ৪০০০ কিলোমিটারেরও বেশি হবে বলে দাবি করছেন ব্রাহ্মোস অ্যারোস্পেসের এমডি ও সিইও সুধীর মিশ্র।
তিনি বলেন, আগামী চার বছরে এই গত ৬০০০ কিলোমিটারে পৌঁছতে পারে। তবে এর থেকে বেশি গতি পেতে গেলে বদল করতে হবে ইঞ্জিন। যা তৈরি হতে সময় লাগবে সাত থেকে ১০ বছর।
বর্তমানে ৩০০০ কিলোমিটার অর্থাৎ শব্দের থেকে ২.৮ গুণ বেশি গতিতে ছোটে ব্রাহ্মোস। ভারতের ডিআরডিও এবং রাশিয়ার এনপিও যৌথ উদ্যোগে বানাচ্ছে এই মিসাইল।
মিশ্র আরো বলেন, ওই বিশেষ ধরনের ইঞ্জিন তৈরির কাজও শুরু করে দিয়েছে ব্রাহ্মোস অ্যারোস্পেস
আকাশ নিউজ ডেস্ক 

























