আকাশ স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে চেলসির প্রতিপক্ষ হতে পারে বার্সেলোনা, পিএসজি ও বেসিকটাস। তবে প্রতিপক্ষকে নিয়ে মোটেও চিন্তিত নন চেলসির তারকা খেলোয়াড় এডেন হ্যাজার্ড।
চেলসির বেলজিয়ান ফরোয়ার্ড, `আমরা চেলসি। সুতরাং, প্রতিপক্ষ কে হয় সেটি নিয়ে কোনো সমস্যা নেই। আমরা জানি পিএসজি এবং বার্সেলোনা অনেক ভালো দল। কিন্তু আমরাও শীর্ষ মানের দল।
উল্লেখ্য, `সি` গ্রুপ থেকে ১১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় রোমা। সমান পয়েন্ট সত্ত্বেও গোল-ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় চেলসি।
আকাশ নিউজ ডেস্ক 

























