অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক সবজি বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তার নাম মো. হাসান মুন্সী (২৬)। বুধবার ভোরে ফতুল্লার ইসদাইর রসুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার হয় হয় ওই কিশোরী।
গ্রেপ্তারকৃত হাসান মুন্সী ইসদাইর রসুলবাগ এলাকার মোতালেব বেপারীর ছেলে। তিনি শহরের দ্বিগুবাবুর বাজার এলাকায় শাক সবজি বিক্রি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, ধর্ষিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত হাসানকে গ্রেপ্তার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 





















