ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

জিদানের উপর চটেছেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের মৌসুমটা ভাল যাচ্ছে না রিয়াল মাদ্রিদের।  শুরু থেকেই হার-ড্র নিত্য সঙ্গী হয়ে আছে তাদের।  লা লিগায় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রোনালদো-বেনজেমারা।   এছাড়া দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোও গোল খরায় ভুগছেন।  এমন পরিস্থিতিতে বিলবাওয়েও মাঠে ড্র নিয়ে ফিরতে হয়েছে জিদান শিষ্যদের।

লস ব্লাঙ্কোজরা লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে।  আর লিগে এমন অবস্থানের জন্য কর্তৃপক্ষের ওপর বেজায় খেপেছেন প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো।

গেলো ম্যাচেও রিয়ালের মাঝ মাঠের সামনে শূন্যতা দেখা গেছে। আলভারো মোরাতার স্থান কেউ পূরণ করতে পারেননি। তিনি থাকাকালে ওই স্থান নিয়ে চিন্তা করতে হতো না। বলের যোগান পেয়ে দলকে একের পর এক সাফল্য এনে দিতেন রোনালদো।

অথচ ফর্মের তুঙ্গে থাকা সেই মোরাতাকেই চেলসির কাছে বিক্রি করে দিয়েছে ক্লাবটি।

অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে যেতে চাননি স্প্যানিশ মিডফিল্ডার। একরকম তাকে যেতে বাধ্য করা হয়েছে। এর সব কলকাঠি নেড়েছেন জিনেদিন জিদান।

স্বাভাবিকভাবেই রোনালদোর রোষাণলে পুড়েছেন রিয়াল কোচ। সিআরসেভেনের অভিযোগ, নিজের পছন্দের খেলোয়াড়কে খেলাতেই মোরাতাকে বিক্রি করতে কর্তৃপক্ষকে প্ররোচিত করেছেন জিদান। তার কারণেই দলের আজ এ বেহাল দশা! তিনি রিয়ালের দলীয়ভাবে খেলার বৃত্ত ভেঙে ফেলছেন!

গেলো মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ ম্যাচে ২০ গোল করেন মোরাতা। চেলসিতে গিয়েও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি।   সেখানে ২০ ম্যাচে করেছেন ১০ গোল। তার ডানায় ভর করে লিগেও প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে চেলসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিদানের উপর চটেছেন রোনালদো

আপডেট সময় ০৭:২৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের মৌসুমটা ভাল যাচ্ছে না রিয়াল মাদ্রিদের।  শুরু থেকেই হার-ড্র নিত্য সঙ্গী হয়ে আছে তাদের।  লা লিগায় সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি রোনালদো-বেনজেমারা।   এছাড়া দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোও গোল খরায় ভুগছেন।  এমন পরিস্থিতিতে বিলবাওয়েও মাঠে ড্র নিয়ে ফিরতে হয়েছে জিদান শিষ্যদের।

লস ব্লাঙ্কোজরা লিগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে।  আর লিগে এমন অবস্থানের জন্য কর্তৃপক্ষের ওপর বেজায় খেপেছেন প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো।

গেলো ম্যাচেও রিয়ালের মাঝ মাঠের সামনে শূন্যতা দেখা গেছে। আলভারো মোরাতার স্থান কেউ পূরণ করতে পারেননি। তিনি থাকাকালে ওই স্থান নিয়ে চিন্তা করতে হতো না। বলের যোগান পেয়ে দলকে একের পর এক সাফল্য এনে দিতেন রোনালদো।

অথচ ফর্মের তুঙ্গে থাকা সেই মোরাতাকেই চেলসির কাছে বিক্রি করে দিয়েছে ক্লাবটি।

অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে যেতে চাননি স্প্যানিশ মিডফিল্ডার। একরকম তাকে যেতে বাধ্য করা হয়েছে। এর সব কলকাঠি নেড়েছেন জিনেদিন জিদান।

স্বাভাবিকভাবেই রোনালদোর রোষাণলে পুড়েছেন রিয়াল কোচ। সিআরসেভেনের অভিযোগ, নিজের পছন্দের খেলোয়াড়কে খেলাতেই মোরাতাকে বিক্রি করতে কর্তৃপক্ষকে প্ররোচিত করেছেন জিদান। তার কারণেই দলের আজ এ বেহাল দশা! তিনি রিয়ালের দলীয়ভাবে খেলার বৃত্ত ভেঙে ফেলছেন!

গেলো মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪২ ম্যাচে ২০ গোল করেন মোরাতা। চেলসিতে গিয়েও সেই ফর্ম ধরে রেখেছেন তিনি।   সেখানে ২০ ম্যাচে করেছেন ১০ গোল। তার ডানায় ভর করে লিগেও প্রতিদ্বন্দ্বিতা করে চলেছে চেলসি।