অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শুক্রবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন আফগান সৈন্য নিহত হয়েছেন। হেলমান্দ প্রদেশের গেরেশক জেলার একটি ভবনে বিমান হামলা চালানো হয়। ভুল করে এ ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।
এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে ওই হামলার ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার খবর আফগান সরকারকে জানানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে মার্কিন বাহিনী তাদের হামলায় নিহত আফগান সৈন্যদের সংখ্যা উল্লেখ করেনি। এদিকে, হেলমান্দ পুলিশ প্রধান আব্দুল গফর সাফি আল-জাজিরাকে বলেন, মার্কিন বিমান হামলায় দুই কমান্ডারসহ ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া, আহত হয়েছে আরো অনেকে।