আকাশ স্পোর্টস ডেস্ক:
রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে মাশরাফির ঝলক চলছেই। ক্রিস গেইল-ব্রান্ডেন ম্যাককালামদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও নিয়মিত জ্বলে উঠছেন এ তারকা।
রবিবার ফের মাশরাফি-মিথুনের হাত ধরে বিপিএলের শেষ চার নিশ্চিত করল রংপুর রাইডার্স। মোহাম্মদ মিথুন দলের হয়ে ৩৫ বলে ৪ ছক্কা ও ২ চারে সর্বোচ্চ ৫০ রান সংগ্রহ করেন। আর মাশরাফি ২ চারে ১১ বলে ১৫ রান। অার তাদের ২২ বলের ৪২ রানের পার্টনারশিপে ভর করেই অাজ লড়াইয়ের পুঁজি পায় রংপুর।
এর আগেও রংপুরের ত্রাতা হয়ে ম্যাচ বের করে নিয়ে এসেছেন স্কিপার মাশরাফি। এদিকে এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে এক ম্যাচ হাতে রেখেই রংপুর তালিকার চতুর্থ স্থানে থেকেই শেষ চার নিশ্চিত করল। ১১ ম্যাচে ছয় জয়ে রংপুরের পয়েন্ট ১২।
আকাশ নিউজ ডেস্ক 
























