অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
শুক্রবার চীনের এক রেস্টুরেন্টে বিস্ফোরণে ২ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন। চীনের পূর্বাঞ্চলীয় নগরী হ্যাংঝাওতে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সময় আজ সকালে এ বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষর মাধ্যমে জানা যায়, বিস্ফোরণে কাছাকাছি অবস্থিত একটি বাসসহ অনেক গাড়ির জানালা চুরমার হয়ে যাওয়ায় আহতের সংখ্যা বেড়েছে।
বিস্ফোরণের পরপর আগুন ধরে গিয়েছিল কিন্তু দমকলের ১২টি গাড়ি একযোগে চেষ্টা করে তা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এরপরই চীনা সংবাদ মাধ্যমগুলোতে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্তাক্ত ছবি প্রকাশিত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশংকাজনক বলে জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















