অাকাশ জাতীয় ডেস্ক:
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০১৭- ২০১৮ সালের এসএসসি ফরম পূরণ করতে এক ছাত্রীর অভিভাবককে চল্লিশ হাজার টাকা দিতে হয়েছে স্কুলের প্রধান শিক্ষককে। উপজেলার হাতিখলা উচ্চবিদ্যালয়ের ভুক্তভোগী শিক্ষার্থী আফরোজা আক্তার। তার ভাই বুলবুল মিয়ার অভিযোগ, টাকা বাধ্য হয়েই দিয়েছি। চল্লিশ হাজারের নিচে ফরম পূরণ সম্ভব নয় জানিয়েছেন প্রধান শিক্ষক আব্দুছ ছালাম।
এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষককে সম্প্রতি তার কার্যালয়ে ঘেরাও করেও রাখেন। জানা গেছে, সরকার নির্ধারিত এই শিক্ষাবর্ষে এএসসি ও সমমানের পরীক্ষায় ফরম পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীপ্রতি সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৫০ টাকা।
এই শিক্ষার্থীই নয়, ওই স্কুলের আরো ৫১ জন শিক্ষার্থীর কাছ থেকেও অতিরিক্ত ফি নেয়ারও অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মোতালেব অভিযোগ করেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের অগোচরে এসব করা হয়েছে।
প্রধান শিক্ষক আব্দুছ ছালাম ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন। গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন জানান, অতিরিক্ত আদায়ের বিষয়টি আমিও শুনেছি। ঘটনাটি তদন্তাধীন আছে।
আকাশ নিউজ ডেস্ক 



















