অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাভেদ জারিফ বলেছেন, পশ্চিমা শিক্ষিত সন্ত্রাসীরা ইরাক ও সিরিয়ার শিশুদের শিরশ্ছেদ করছে। তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি চ্যালেঞ্জ দিয়ে কেন এ ধরনের বর্বর ঘটনা ঘটানো হচ্ছে তার ব্যাখ্যা দাবি করেছেন।
রাজধানী তেহরানে রবিবার এক সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি এ দাবি করেন। পশ্চিমা তরুণদের উদ্দেশে ২০১৫ সালে লেখা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর চিঠির স্মরণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
জাভেদ জারিফ প্রশ্ন করেন, পশ্চিমা দেশগুলোতে জন্ম নেয়া ও সেখানে লেখাপড়া শেখা তরুণরা কেন ইরাক ও সিরিয়ার শিশুদের শিরশ্ছেদ ঘটাচ্ছে? কেন এসব মানুষ এতটা বর্বরতা ও নৃশংসতা দেখাচ্ছে? এ ধরনের অপরাধযজ্ঞের বিষয়ে পশ্চিমাদের ব্যাখ্যাই বা কী?
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের উত্থানের অনেক আগে ১৯৯০ সালের দিকে পশ্চিমা দেশগুলো ইরান ও ইসলামকে এক করে ইরানভীতি, ইসলামভীতি ও শিয়াভীতি ছড়াতে শুরু করে। এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে কথিত ‘ইসলামি সন্ত্রাসবাদ’ অন্যতম মৌলিক শব্দে পরিণত হয়েছে।
জারিফ বলেন, যারা আইএস সৃষ্টি করছে তারাই এখন তাদের নিজেদের সৃষ্টি করা জিনিসের পেছনে নিজেদেরকে গোপন করছে।
আকাশ নিউজ ডেস্ক 





















