অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে অজ্ঞাতনামা ৬৫ বছরের এক বৃদ্ধার লাশ ফেলে গেল কে বা কারা। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। তবে মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ।
সদর মডেল থানার এসআই জামাল জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কে বা কারা বৃদ্ধাকে হাসপাতালে মূল ফটকে ফেলে চলে যায়। পরে হাসপাতালের লোকজন বৃদ্ধাকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে। এখনো নাম পরিচয় জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 






















