অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বোন রান্ডি জাকারবার্গকে বিমানে ‘যৌন হয়রানি’ করার অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকো যাওয়ার পথে তাকে যৌন হয়রানি করা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
রান্ডি জাকারবার্গের অভিযোগ, গত ২৯ নভেম্বর আলাস্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেক্সিকোর মাজাতলান যাওয়ার পথে পাশে বসা যাত্রী তার উদ্দেশে যৌন ইঙ্গিতপূর্ণ আপত্তিকর মন্তব্য করেছে। বিষয়টি বিমানকর্মীদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নেয়ায় সিয়াটলভিত্তিক ওই উড়োজাহাজ কোম্পানির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন রান্ডি।
অভিযোগের একটি কপি নিজের ফেইসবুক পোস্টে তুলে দিয়ে তিনি লেখেন, ‘আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইটে পাশে বসা যাত্রীর বারবার বলে যাওয়া কুরুচিপূর্ণ, আপত্তিকর ও যৌন হয়রানিমূলক মন্তব্যের পর ক্রুদ্ধ, বিরক্ত ও অপমানিত বোধ করছি।’
অভিযোগের বিষয়টি আলাস্কা এয়ারলাইনস গুরুত্বের সঙ্গে নিয়েছে বিমান কোম্পানিটির দুই কর্মকর্তারা তাকে ফোন জানানোর পর ওই পোস্টে আপডেট দিয়ে তাদের ধন্যবাদ দেন জাকারবার্গের বোন।
আকাশ নিউজ ডেস্ক 























