অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারত বিশ্বের বিভিন্ন দেশের স্যাটেলাইট রকেটের মাধ্যমে মহাকাশে পাঠিয়ে কোটি কোটি রুপি আয় করেছে। জানা গেছে, ভারতের ইসরোর বাণিজ্যিক বিভাগ ‘আন্ত্রিক্স’ গত জুন মাসেই ২৯টি ন্যানো স্যাটেলাইট লঞ্চ করে মোট ৪৫.২৪ কোটি টাকা উপার্জন করেছে। গত চার বছরে মোট ১,১৬৪ কোটি টাকা উপার্জন করেছে ইসরো।
এ বছরের ভারত প্রথম ছয় মাসেই ১৩০টি স্যাটেলাইট লঞ্চ করেছে। ইসরোর চেয়ারম্যান এএস কিরণ কুমার জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যেই ইসরো বছরে দুটি পূর্ণাঙ্গ লঞ্চ ভেইকল তৈরি করবে ইসরো।
এছাড়া ‘কার্টোস্যাট’ স্যাটেলাইটের সিরিজ ছাড়তে চলেছে এই সংস্থা। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সবথেকে শক্তিশালী রকেট মহাকাশে পাঠিয়ে রেকর্ড গড়েছে। আর এই কার্টোস্যাট স্যাটেলাইটগুলোকে ‘আই ইন দ্য স্কাই’ বলেও চিহ্নিত করা হচ্ছে, কারণ এই স্যাটেলাইট মহাকাশ থেকে নজরদারি চালাতে সক্ষম।
আকাশ নিউজ ডেস্ক 



















