আকাশ বিনোদন ডেস্ক:
মুক্তির আপেক্ষায় কলকাতার সবচেয়ে ব্যয়বহুল বাংলা সিনেমায় ‘আমাজন অভিযান’। এর আগে দীর্ঘ পোস্টার তৈরি করে সবাইকে চমক দেখিয়েছিল ছবির প্রযোজকরা। এবার ছবির ট্রেলার লঞ্চ করতে গিয়ে আরো এক চমক দেখালো তারা। দর্শকের কথা মাথায় রেখে ছয়টি ভাষায় (বাংলা, হিন্দি, ওড়িয়া, অহমিয়া, তামিল, তেলুগু) প্রকাশ করলো `আমাজন অভিযান`র ট্রেলার।
চার বছর আগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প চাঁদের পাহাড়ের শংকরকে নিয়ে ছবি করেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। এবার সেই শংকরকে নিয়েই ‘আমাজন অভিযান’। যথারীতি এই ছবিতেও শংকরের ভূমিকায় অভিনেতা দেব।
দুই মিনিটের এই ট্রেলারে উঠে আসছে ইটালিয়ান ভূপর্যটক মার্কো ফ্লোরিয়ান তার অভিযান ব্যর্থ হওয়ার পর তার মেয়ে আন্না শংকরের কাছে অনুরোধ নিয়ে এসেছে সেই দু:সাহসিক আমাজন অভিযানে সামিল হতে। শংকর সেই অনুরোধ রাখতে বেরিয়ে পড়েন।
২২ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘আমাজন অভিযান’।
আকাশ নিউজ ডেস্ক 






















