ঢাকা ০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে মুক্তি পেল ‘ছিটকিনি’

আকাশ বিনোদন ডেস্ক:

এবার কোনো আওয়াজ ছাড়াই মুক্তি পেল সিনেমাটি। তাও শুধু মুন্সীগঞ্জের পিক্স সিনেপ্লেক্সে। ২০১৩-১৪ অর্থ বছরে সরকারি অনুদান পায় ‘ছিটকিনি’। পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন সাজেদুল আউয়াল। প্রযোজনা করছে যোজনা প্রোডাকশনস ও ইমপ্রেস টেলিফিল্ম।

ময়মনসিংহ গীতিকার ‘মলুয়া পালা’র উল্টো পালা হিসেবে ‘ছিটকিনি’র আখ্যানভাগ দাঁড় করানো হয়েছে। মলুয়া চরিত্রের ঠিক বিপরীত সিনেমার স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনা, যে পঞ্চগড় রেলস্টেশনের অসুস্থ কর্মচারী কফিলের জন্য চরম আত্মত্যাগ করে এক মানবিক কাহিনীর জন্ম দেয়।

‘ছিটকিনি’তে ময়মুনা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আরো আছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল রইসউদ্দীন সরকার, সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক ও শিশুশিল্পী আপন। একটি অংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তার দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে মুক্তি পেল ‘ছিটকিনি’

আপডেট সময় ১০:৩৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭

আকাশ বিনোদন ডেস্ক:

এবার কোনো আওয়াজ ছাড়াই মুক্তি পেল সিনেমাটি। তাও শুধু মুন্সীগঞ্জের পিক্স সিনেপ্লেক্সে। ২০১৩-১৪ অর্থ বছরে সরকারি অনুদান পায় ‘ছিটকিনি’। পরিচালনার পাশাপাশি কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন সাজেদুল আউয়াল। প্রযোজনা করছে যোজনা প্রোডাকশনস ও ইমপ্রেস টেলিফিল্ম।

ময়মনসিংহ গীতিকার ‘মলুয়া পালা’র উল্টো পালা হিসেবে ‘ছিটকিনি’র আখ্যানভাগ দাঁড় করানো হয়েছে। মলুয়া চরিত্রের ঠিক বিপরীত সিনেমার স্বামীহারা পাথরশ্রমিক ময়মুনা, যে পঞ্চগড় রেলস্টেশনের অসুস্থ কর্মচারী কফিলের জন্য চরম আত্মত্যাগ করে এক মানবিক কাহিনীর জন্ম দেয়।

‘ছিটকিনি’তে ময়মুনা চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। আরো আছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান মুকুল, মানস বন্দ্যোপাধ্যায়, মাহমুদুল ইসলাম মিঠু, মুসতাগিসুর রহমান বাবু, রুবলী চৌধুরী, জহিরুজ্জামান, বাউল রইসউদ্দীন সরকার, সাজাহান বাউল, সরকার হায়দার, মোস্তাক ও শিশুশিল্পী আপন। একটি অংশে ‘মলুয়া’ পালা পরিবেশন করেন কেন্দুয়ার পালাশিল্পী দিলু বয়াতি ও তার দল।